কেরালার 'কোকাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ পুরস্কার জিতেছে মুক্তিযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত '১৯৭১ সেই সব দিন' সিনেমাটি। এর আগে সুইডেনে 'সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরার পুরস্কার জিতেছিল এটি।
অভিনেত্রী হৃদি হক পরিচালিত এই সিনেমাটি মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে নির্মিত। তিনি বলেন, "চেষ্টা, যত্নে ত্রুটি রাখিনি। একের পর এক পুরস্কার জেতায় ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়।"
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন হৃদি হক, মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
'১৯৭১ সেই সব দিন' সিনেমাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সোনালি দিনগুলোকে তুলে ধরে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বর্ধিত করছে।