ঈদের আনন্দে ভরা মুখ, ট্রেনে উপচেপড়া ভিড়:
প্রতিটি ট্রেনেই যাত্রীদের উপচেপড়া ভিড়।
শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের ঢল।
যাত্রী বোঝাই করেই সময়মতো ছাড়ছে লঞ্চ।
বড় ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা।
ট্রেনে ভোগান্তি:
ট্রেনের দরজা ও জানালা দিয়ে ঢোকার প্রাণান্তকর চেষ্টা চালান যাত্রীরা।
অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে যাত্রা করেন।
টিকিট থাকা সত্ত্বেও অনেকে ট্রেনে উঠতে পারেননি।
প্রস্তুতি:
যাত্রীচাপ বাড়লেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।
লঞ্চে ঈদ আনন্দ:
সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের ভিড়।
লঞ্চে উঠতেই যেন শুরু হয় ঈদ আনন্দ।
প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতে ওঠার আনন্দের ছাপ সবার চোখেমুখে।
ঈদযাত্রা শুভ হোক!