ঢাকা: ঈদযাত্রীদের ঢাকায় নিয়ে আসার পথে তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানী কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকায় ট্রেন প্রবেশের লাইন বন্ধ হয়ে গেছে।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের একটি লাইন বন্ধ হয়ে গেছে। তবে লাইনের পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, লাইনচ্যুত বগিটি লাইনে ফিরিয়ে আনার কাজ চলছে। দ্রুততম সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঈদের ছুটির সময় ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে।