জিম্মি জাহাজে খাবার-পানি শেষের দিকে

টাইগার নিউজ
লিখেছেন -
0

 


চট্টগ্রাম, ১৬ মার্চ: সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ'র খাবার ও পানি দ্রুত শেষ হয়ে আসছে। জাহাজে থাকা নাবিকদের পাশাপাশি দস্যুরাও খাবার ভাগ বসাচ্ছে বলে জানা গেছে।

জাহাজটি গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন, যাদের সবাই বাংলাদেশি নাগরিক।

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, "আমরা এখন দস্যুদের ফোনের অপেক্ষায় রয়েছি। তাদের সাথে যোগাযোগ হলেই প্রথম আমরা খাবার নিয়ে আলোচনা করবো। এছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজে খাবার ও পানি সরবারহের ব্যবস্থা নিয়ে আমরা পরিকল্পনা করছি। দস্যুরা যত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে, তত দ্রুত আলোচনা শুরু করতে পারবো।"

জানা যায়, জিম্মি হওয়ার সময় জাহাজে ২৫ দিনের খাবার ও পানি মজুদ ছিল। কিন্তু দস্যুদের উপস্থিতিতে খাবার ও পানির চাহিদা বেড়ে গেছে।

এমভি আবদুল্লাহ'র চিফ অফিসার আতিকুল্লাহ খান এক হোয়াটঅ্যাপ অডিও বার্তায় বলেছিলেন, "আমাদের জাহাজে ২০ থেকে ২৫ দিনের খাবার ও পানি আছে। সবাইকে বলেছি, এগুলো একটু সাবধানে ব্যবহার করতে। মজুদ শেষ হয়ে গেলে বিপদে পড়ব আমরা।"

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, "বিগত সময়ে দেখা গেছে জাহাজের খাবার শেষ হয়ে যাওয়ার পর, দস্যুরাই নাবিকদের জন্য খাবার ব্যবস্থা করেছে। এমভি আবদুল্লাহ'র ক্ষেত্রে এটা হবে আশা করছি। তবে তারা খাবার সরবারহ করলেও পরিমাণ হবে তা কম।"

সূত্র:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!