বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি।
নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা নাহিদা আক্তার ও মারুফা আক্তার। এছাড়াও অনূর্ধ্ব দলের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব দলের জার্সির স্পন্সরও রবি।
আগামী ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন জার্সি পরে খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদলের মধ্যে অনুষ্ঠিত হবে সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ।
নতুন জার্সির বৈশিষ্ট্য:
- নতুন জার্সির মূল রঙ লাল ও সবুজ।
- জার্সিতে বাংলাদেশের পতাকার রঙের ব্যবহার করা হয়েছে।
- জার্সির স্পন্সর রবির লোগো সামনের দিকে বুকের উপরে অবস্থিত।
- জার্সির পিছনে খেলোয়াড়ের নাম ও জার্সির নম্বর লেখা থাকবে।
আশা করা হচ্ছে নতুন জার্সিতে নতুন উদ্যমে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল এবং দেশ-বিদেশে নতুন করে সাফল্যের স্বাক্ষর রাখবে।