ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রীর মৃত্যু!

টাইগার নিউজ
লিখেছেন -
0

 



কিশোরগঞ্জ: শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেটগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ধারণা, নিহতের বয়স ৩৫ বছরের কাছাকাছি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটির ভৈরবে স্টপেজ ছিল না। কিন্তু ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করছিল তখন অজ্ঞাত এই যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। এতে তিনি ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!