কলকাতা: গায়ক অনুপম রায় তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই খবরে বেশ সরগরম কলকাতার বিনোদন অঙ্গন। এদিকে অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী ও বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
পিয়ার শুভেচ্ছা
পিয়া চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে বলেন, "অনুপমের জন্য শুভকামনা রইল। আমি আশা করি অনুপম এবং প্রশ্মিতার আগামী জীবন সুখের হবে।" তিনি জানান, অনুপমের নতুন সম্পর্কের কথা আগে থেকেই জানতেন তিনি। বিয়ের কথা জানার পর নিজে থেকেই অনুপমকে শুভেচ্ছা জানান।
পরমের শুভেচ্ছা
অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় নিউজ ১৮-কে বলেন, "দু'জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশ্মিতাকে।"
অনুপমের বিয়ে
জানা যাচ্ছে, অনুপম আগামী ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বিয়ে করছেন। প্রশ্মিতাও একজন সংগীতশিল্পী। বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা।
অনুপম ও পিয়ার বিবাহ বিচ্ছেদ
অনুপম ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন। এরপর গত বছরের নভেম্বরে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন।
নতুন জীবন
এবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন অনুপম। তাঁর এবং প্রশ্মিতার জন্য শুভকামনা জানাচ্ছেন সকলে।