ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (27 ফেব্রুয়ারি) ভোররাতে তিনি নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।
হারুন-অর-রশীদ লিখেছেন, "হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।"
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন হারুন-অর-রশীদ। তাই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে।
বর্তমানে হারুন-অর-রশীদ বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
গুরুত্বপূর্ণ তথ্য:
- হারুন-অর-রশীদ মঙ্গলবার ভোররাতে নিজের ফেসবুক পেজে করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানান।
- তিনি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
- বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
সূত্র:
- মোহাম্মদ হারুন-অর-রশীদের ফেসবুক পোস্ট
- ডিবি কর্মকর্তাদের বক্তব্য